♠♠♠♠
পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে ১১জুলাই বুধবার সকাল ১০টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালিগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিবার অফিসের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হতে এক বনার্ঢ্য র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ-এ ডাঃ আকছেদুর রহমান, এমসিএইচ-এফপি ডাঃ প্রবীর মুখোপাধ্যায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়েবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা লিনা হেলেনা গোমেজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী জনাব আতিকুর রহমান সিদ্দিকী ও সেনেটারী ইন্সেপেক্টর আব্দুস সোবহান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন