♠♠♠♠
আব্দুর রহমানঃ
সাতক্ষীরা সদর ভূমি অফিসের জরাজির্ণ টিনসেটের ঘর ভেঙ্গে ফেলা হয়েছে।বৃহস্পতিবার (১২জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত এসিল্যান্ড ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের নির্দেশে দালালের দৌরাত্ম্য কমিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভূমি অফিসে মানুষ প্রতিনয়ত হয়রাণী ও দালালের খপ্পরে পড়ে। তাছাড়া দীর্ঘদিন ধরে এ অফিসে কোন এসিল্যান্ড না থাকায় দালালের তৎপরতা বৃদ্ধি পায়। সম্প্রতি, সাবেক এসিল্যান্ড সাদিয়া আফরিনের স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটেছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন দায়িত্ব গ্রহণের পর থেকে এ অফিসে কার্যক্রমে প্রাণ পেতে শুরু করেছে। এখন থেকে খুব সহজে ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে।
অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলা ভূমি অফিসে প্রতি মাসে ৩শতাধিক মিউটিশন হয়। বর্তমানে অত্র অফিসে একজন এসিল্যান্ড নিয়োগ দেওয়া আবশ্যক।
নতুন ভবনের আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে টেন্ডারের মাধ্যমে এ পক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নতুন ভবন নির্মানের বরাদ্ধ দ্রুত পাওয়া যাবে।
সরকারি নিয়মে নিলামের মাধ্যমে বৃহস্পতিবার পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়েছে।
সদর এসিল্যান্ড (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন জানান, সঠিক নিয়ম-নীতি অনুসরণ করে সরকারি বিধি মোতাবেক টেন্ডারের মাধ্যমে জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দ্রুত মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যাবে বলে জানান তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন