♠♠♠♠
দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পুনরায় নির্বাচিত হলে আওয়ামী লীগ জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করবে। যে ওয়াদা আপনাদের দিয়েছি, নিশ্চয়ই তা পূরণ করব। নিশ্চয়ই এ দেশ উন্নত-সমৃদ্ধিশালী হবে।’

আজ শনিবার পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, আর আওয়ামী লীগ যদি সরকারে আসতে পারে, তাহলে প্রত্যেক গ্রামে প্রতিটি জনগোষ্ঠী নগরের সুবিধা পাবে এবং সুন্দরভবে বাঁচবে। প্রতিটি গ্রামকে আমরা নগরে উন্নীত করব, শহরে উন্নীত করব।’

পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা
বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। বাংলাদেশকে আমরা উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলব। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বৃথা যেতে পারে না।’ তিনি বলেন, ‘আমার জীবনে তো চাওয়া-পাওয়ার কিছু নেই। আজকে স্বজনহারা বেদনা নিয়েই আমি এসেছি শুধু আপনাদের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। কারণ, আমার বাবা চাইতেন এ দেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আমরা সেবা করার সুযোগ পেয়েছি। আগামী নির্বাচনে আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, আমরা আবার ক্ষমতায় আসব। আবার আপনাদের সেবা করার সুযোগ পাব। তিনি এ সময় নৌকায় ভোট প্রদানের জন্য জনগণের অঙ্গীকার আহ্বান করলে উপস্থিত হাজারো জনতা দুই হাত তুলে নৌকায় ভোট প্রদানে তাঁদের প্রতিশ্রুতির কথা জানান।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং দীপু মনি, দলের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন বক্তব্য দেন।

পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগের সমাবেশস্থল পাবনাবাসীর জন্য ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এদিন বেলা সাড়ে ১১টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘রি-অ্যাক্টর বিল্ডিং (উৎপাদন কেন্দ্র)’ নির্মাণকাজের দ্বিতীয় পর্যায়ের ঢালাইয়ের কাজ উদ্বোধনের জন্য পাবনা আসেন। সমাবেশস্থল থেকেই তিনি পাবনাবাসীর জন্য ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সূত্রঃপ্রথম আলো নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন