♠♠♠♠♠
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
বিষ দিয়ে কাঁঠাল পাঁকানোর অপরাধে সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নে এক ব্যবসায়ীর ১০ দিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদাণ করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম।

জেলা প্রশাসনের সূত্র জানায়,অদ্য ১৪ ই জুলাই ২০১৮ তারিখে সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইফতেখার হোসেনের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে গোপন সুত্রের মাধ্যমে অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় আকসেদ আলী নামে এক কাঁঠাল ব্যবসায়ী অপরিপক্ক কাঁঠালে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ(বিষ) মিশ্রিত করার দায়ে অভিযুক্ত করেন ভ্রাম্যমান আদালত। অভিযোগের বিষয়টি উদঘাটিত হলে কাঁঠাল ব্যবসায়ী দোষ স্বীকার করেন।
এসময় ঘটনাস্থলে মোবাইল কোর্টে বসিয়ে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুসারে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন (জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড) সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,আমরা ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক নিয়মিত বিভিন্ন খাবার হোটেল,বেকারী,পাটজাত দ্রব্যের দোকান,পেট্রোল পাম্পে ওজন পরিমাপ,খাবার পানির ফ্যক্টরী সহ বিভিন্ন কারখানায় অভিযান পরিচালনা করছি জনস্বার্থে।তিনি আরো জানান, জনস্বার্থে ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন