♠♠♠♠
নিজস্ব প্রতিবেদক:
“সংবাদ সৃৃষ্টি করিনা, পরিবেশন করি” বস্তুনিষ্ট সাংবাদিকতার এমন এক মুল তন্ত্রকে ধারন করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হলো যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার প্রথম বর্ষপুর্তি অনুষ্ঠান। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রতিদিনের কথা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান, ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোর এর সাতক্ষীরা রিপোর্টার আমিনা বিলকিস ময়না, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দেশ টিভি ও বিডি নিউজ এর জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, প্রতিদিনের কথার সাতক্ষীরা পৌর প্রতিনিধি জি.এম মোশারফ হোসেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান ফারুকী, তালা উপজেলা প্রতিনিধি জলিল আহমেদ, দেবহাটা উপজেলা প্রতিনিধি গোপাল কুমার দাস, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: ফরিদুল কবির, সুন্দর বন টাইমস এর স্টাফ রিপোর্টার ঢালী নজরুল, সাতক্ষীরা কিউ.এস.এ বেষ্ট ওয়াটার টেকনোলোজী আছাদুজ্জামান, তাঁতীলীগ নেতা আহাম্মদ আলীসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দৈনিক প্রতিদিনের কথা তাদের জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে চলেছে। গত ১বছরে বাঙালী সংস্কৃতির বিকাশ, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের অগ্রযাত্রার পথে প্রতিদিনের কথা তার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে এবং পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি পত্রিকাটির আরো উত্তরাত্তর সমৃদ্ধি কামনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন