♠♠♠
নিজস্ব প্রতিবেদকঃ
কলারোয়া থানার সাংস্কৃতিক মনা অফিসার ইনচার্জ(ওসি)জনাব বিপ্লব কুমার নাথ কে কলারোয়া থানার অফিসার,ফোর্সদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকালে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব শরীফুল ইসলাম।
বিদায় অনুষ্ঠানে ওসির ভালো কাজের স্মৃতিচারন করে ব্যক্তব্য প্রদাণ করেন,সাব-ইন্সপেক্টর সোলায়মান আক্বাস,সাব-ইন্সপেক্টর ইসমাইল হোসেন,সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন,পি এস আই মোন্তাজ আলী,এ এস আই আব্দুল হালিম,ওয়ারলেস অপারেটর মারুফ হোসেন প্রমুখ।কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর গণ ব্যক্তব্য প্রদাণ কালে বলেন,
আমাদের ওসি স্যার ছিলেন একজন অসাধারন ব্যক্তিত্বের অধিকারী।মাদক ও জঙ্গী দমনে তিনি আমাদের কে প্রয়োজনীয় নির্দেশনা দিতেন।তিনি সনাতন ধর্মের মানুষ হয়েও পবিত্র দুই ঈদের সময় ও পহেলা বৈশাখের অনুষ্ঠানে আমাদের থানার সকল স্টাফ দের কে নিয়ে থানার মধ্যে রান্না করে সবাই কে খাওয়াতেন।তিনি কারো পক্ষ নিয়ে কারো প্রতি অবিচার করতেন না।নিঃস্বার্থভাবে তিনি এলাকার নিরিহ মানুষ কে উপকার করতেন।একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তিনি খুব দক্ষতার সহিত কলারোয়া উপজেলার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাবাভিক রেখেছিলেন।সম্প্রতি তিনি রেকর্ডব্রেক মাদক ও অস্ত্র উদ্ধার,ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার করে জেলা পুলিশের কল্যাণ সভায় পরপর চতুর্থবার জেলার শ্রেষ্ঠ চৌকস ওসির পুরুস্কার পেয়েছিলেন।বিদায়ী ওসির স্মৃতিচারণ করে ব্যক্তব্য দিতে দিতে অনেক পুলিশ সদস্য আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

বিদায়ী বক্তব্য প্রদাণ করেন কলারোয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ কর্মকর্তা জনাব বিপ্লব কুমার নাথ।এসময় ওসি বিপ্লব কুমার নাথ বলেন,আমি সব সময় চেষ্টা করেছি ন্যায়-নীতি ও আদর্শ দিয়ে প্রশাসন চালাতে।আমি আইন-শৃংঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের মাসিক সভায় পরপর চতুর্থবার জেলার শ্রেষ্ঠ চৌকশ ওসি হিসাবে সন্মাননা পেয়েছি।আমি মনে করি সকল ব্যর্থতা আমার আর সকল সফলতা আপনাদের।আপনাদের ও কলারোয়াবাসীর আন্তরিক প্রচেষ্টায় আমি সফলভাবে থানা চালাতে সক্ষম হয়েছিলাম।আপনারা ভাল থাকবেন ও সুস্থ্য থাকবেন।আমার ও আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন।
এসময় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক তদন্ত জনাব শরীফুল ইসলাম।উল্লেখ্য,বিদায়ী ওসি জনাব বিপ্লব কুমার নাথ কলারোয়া থানা হতে আশাশুনি থানায় বদলী হন এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি)হিসাবে যোগদান করবেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন