♠♠♠♠
নিজস্ব প্রতিবেদকঃ
উন্নয়নের অগ্রযাত্রায় বিজ্ঞান শিক্ষার প্রসারে সরকার সারা দেশে শিক্ষা উপকরণ বিতরণ করছে। প্রত্যেকটি মাধ্যমিক স্কুলে সরকার ১১৭ প্রকারের ১০১৮টি করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করছে। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-এর আওতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। পৃথক ৯টি বক্সে সর্বোমোট ১০১৮টি যন্ত্রপাতি রয়েছে। এরমধ্যে পদার্থ বিজ্ঞানে ১২৬টি, গণিতে ১০টি, জীব বিজ্ঞানে ৬৮টি এবং রসায়ন বিজ্ঞানে ৮১৬টি উপকরণ রয়েছে। এসব উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে একটি বিজ্ঞান মনোস্ক জাতি গড়াই সরকারের মূল টার্গেট বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞান শিক্ষায় ভীতি দূর করে বিজ্ঞান শিক্ষাকে সহজবোধ্য করে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশে এসব উপকরণ মাইলফলক হিসেবে কাজ করবে। বিজ্ঞান শিক্ষায় এ উপকরণ শিক্ষার্থীর মননশীলতার বিকাশে ঘটাবে বিপ্লব। বিজ্ঞান ও গণিত শিক্ষকরাই এই বিপ্লবের সৈনিক। তাদের হাত ধরেই তৈরি হবে আগামী প্রজন্ম এমন প্রত্যাশা ব্যক্ত করে রবিবার সাতক্ষীরা সদর উপজেলার ৩৭টি মাধ্যমিক স্কুলের প্রত্যেকটিতে ৯টি পৃথক বক্সে ১০১৬টি করে উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল ইসলাম, শিক্ষক নেতা আব্দুল লতিফ, আব্দুল জব্বার, প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, এমাদুল ইসলাম দুলু, মমিনুর রহমান মুকুল, শাহাজান সিরাজ, আবু তাহের, আব্দুর রাজ্জাক, মোমিনুল ইসলাম, জুলফিকার আলী, মিজানুর রহমান, আব্দুল্লাহ, গোলাম কুদ্দুস, সিদ্দিকুর রহমানসহ উপজেলার ৩৭টি স্কুলের প্রধান শিক্ষক, গণিত শিক্ষক ও বিজ্ঞান শিক্ষকগণ। নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসব উপকরণ বুঝে নেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকগণ।
বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞান শিক্ষায় পারদর্শী হয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাগরিক হিসেবে আত্ম প্রকাশ করতে পারে।
সূত্রঃদৈণিক সাতক্ষীরা ডটকম।