♠♠♠
শেখঃ আরিফুল ইসলাম আশাঃ
সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে অনলাইন সংবাদপত্র ও অপসাংবাদিকদের সংখ্যা। অপসাংবাদিকরা সাংবাদিকতার মহান পেশাকে পুজিকরে বিভিন্ন রুপে এবং ভয়াবহ ভাবে বিচরণ করছে শহর,গ্রামসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে। খুব স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন নামে বহু অনলাইন পত্রিকার প্রকাশ ঘটেছে সাতক্ষীরায়।
সাংবাদিকতা একটি কঠিন ও মহান পেশা। এপেশাকে মানুষ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। সাংবাদিকে অনেকেই জাতির বিবেক বলে থাকে। ইতিহাের প্রেক্ষাপটে সাংবাদিকতার সাবলীল মূল্যায়ন করা হয়ে থাকে। শুধু জাতি নয় বিশ্ব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারেও সাংবাদিকদের অগ্রণী ভূমিকা দেশে দেশে স্বীকৃত।
সাধারণ জনমনে এমহান পেশার প্রতি প্রগাড় আস্থা ও বিশ্বাস রয়েছে। সৎ আর নিষ্ঠাবান সাংবাদিকরা কঠিন বাস্তবতা মোকাবেলা করেই তাদের পেশার সম্মানকে অমলিন করে রেখেছেন।
দিন বদলেছে,সমাজ ও পরিবেশের পরিবর্তন ঘটেছে। দেশ ডিজিটাল হয়েছে। দিনে দিনে এমহান পেশাও ক্রমান্বয়ে কুলষিত হয়ে আসছে। সংবাদপত্রের স্বাধীনতা,সাংবাদিকতার স্বাধীনতার নামে এক ধরনের অপসাংবাদিকতার প্রয়োগ লক্ষ করা যাচ্ছে সর্বত্র। আলোর পিছনে যেমন অন্ধকার,সাংবাদিকতার নামে তেমনি অপসাংবাদিকতার প্রয়াস। অর্থলোভী স্বার্থান্বেষী টাউট বাটপারদের যথেষ্ট বিচরণ করতে দেখা যাচ্ছে এ মননশীল কর্মচর্চায়। বিশেষ করে অনলাইন নিউজ পোস্টাল গুলোতে অপসাংবাদিকতার ব্যাখ্যা ফুটে উঠছে ব্যাপক ভাবে। সংবাদ প্রকাশে তথ্য আইনের বিধিনিষেধ মানা হচ্ছেনা। প্রকাশিত সংবাদে বানান ভুল,ন্যায়কে অন্যায়ে রুপদান,সত্যকে অসত্যে পরিণত করাহচ্ছে প্রতিনিয়ত। সংবাদ লেখার যোগ্যতা নেই অথচ সাংবাদিক। সম্পাদনা করার মেধা নেই তবুও তিনি সম্পাদক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন