♠♠♠
নিজস্ব প্রতিনিধিঃ
‘নৃত্য-গীতে রোপণ করি স্বাধীনতার চেতনা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা জেলা শাখার সভাপতি নাসরিন খান লিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি,চ্যানেল আই টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালী জাতির স্বাধীনতার ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরতে হবে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে। স্বাধীনতা বিরোধী সেই শকুনেরা আজো জাতির পতাকা খামচে ধরতে চায়। নৃত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উদ্বুদ্ধ করতে হবে। সাতক্ষীরার সুনাম ধরে রাখতে প্রতিযোগিতার বিজয়ী নৃত্যশিল্পীরা অগ্রণী ভূমিকা রাখবে।’
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, অনলাইন পত্রিকা ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না, এড. শফিউল ইসলাম খান ও বর্ণমালা একাডেমীর সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার প্রমুখ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন’র সংগীত শিল্পী ও সংগীত প্রযোজক আবু আফ্ফান রোজ বাবু, বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক দীপক দত্ত, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক রুহুল আমিন বাবু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও বর্ণমালা একাডেমীর পরিচালক শামীমা পারভীন রত্মা।
সূত্রঃদৈণিক সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন