♣♣♣
নিজস্ব প্রতিবেদকঃ
কলারোয়ায় এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় দায়ে বখাটে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
ভ্রম্যামাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যািিজস্ট্রেট মনিরা পারভীন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজী নাছিরউদ্দীন কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী () কলেজে পড়তে আসার সময় আগে থেকে ওৎ পেতে থাকা দেয়াড়া মাঠপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের নারিলোভি লম্পট পুত্র ইকবল হোসেন (৩০) তাকে জাপটে ধরে।
এ সময় ওই ছাত্রীর ডাক চিৎকারে পার্শ্ববর্তী মিতা ব্রিকসে কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে লম্পট ইকবলের হাত থেকে ছাত্রীকে উদ্ধার করে। সাথে সাথে খোরদো পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্প ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে ইকবলকে আটক করেন।
পরে এলাকাবাসি ও কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রী উত্যক্তকারি যুবককে ইভটিজিংয়ের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মনিরা পারভীন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন এসআই সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারি এমএ মান্নান প্রমুখ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন