♣♣♣♣
আপডেট ডেস্কঃ
সাতক্ষীরা সদর থানার পুলিশের অভিযানে ৬ জন সহিংস ও নাশকতা মামলার আসামীসহ ২৩ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশের দেয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানার এসআই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পুলিশ রোববার ভোরে সদর উপজেলার শিয়ালডাঙ্গায় অভিযান চালিয়ে উজিয়ার রহমানের ছেলে বজলুর রহমান (৫০), ও সিরাজুল ইসলামের ছেলে সেলিম রেজা (৪৭) কে তাদের নিজেদের বাড়ি হতে গ্রেপ্তার করেন। আটকদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ১১জুলাই ২০১৮ তারিখে ৩১ নং মামলা রয়েছে। এদিকে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মিরাজ আহম্মেদের নেতৃত্বে পুলিশ ২১ জুলই রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ইউনুস আলী সরদার (৫৫) কে স্থানীয় বাজার থেকে গ্রেপ্তার করেছেন। আটক ইউনুচের বিরুদ্ধে সহিংস ও নাশকতা মামলা রয়েছে। যার নং ৩৩, তাং ১৯-০১-১৮।
অপরদিকে সদর থানার এসআই জিয়ারত হোসেনের নেতৃত্বে পুলিশ ২১ জুলাই সন্ধ্যায় লক্ষীদাড়ি গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আব্দুর রশিদ (৪০), পদ্মশাখরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে আনারুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছেন। আটকৃত ৩ জন সহিংস ও নাশকতা মামলার আসামী। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা ১৭-২-২০১৮ তারিখে ৪৪ নং মামলা হয়।

এছাড়া সদর থানার পুলিশ ৯ জন জিআর ওয়ারেন্টভুক্ত ও ৭ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে। এদিকে পুলিশ চুরির অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করে।
সূত্রঃপত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন