♣♣♣♣
বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে লোহাগড়ার পৌরসভার কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ডাকাতের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি দা, একটি হাতুড়ি ও চারজোড়া স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, সোমবার রাত ৩টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে খবর পাই যে, পৌরসভার কচুবাড়িয়া এলাকার একটি বাঁশবাগান এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ১০/১৫ মিনিট ধরে গোলাগুলির পর স্থানীয় লোকজনও এগিয়ে আসে।

ওসি বলেন, এসময় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ডাকাত দলের এক সদস্যকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের এক পর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নড়াইলের সদর সার্কেল (অতিঃ দায়িত্ব) ও কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মেহেদী হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,বুন্দকযুদ্ধের সময় লোহাগড়া থানার এসআই মাহফুজুল হাসান, এএসআই প্রলয় চক্রবর্তী, কনস্টেবল মুরাদ ও টিটু আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন