♣♣♣♣
নিজস্ব প্রতিনিধিঃ
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার বিকালে সচিবালয়ে চার মন্ত্রীর জরুরী বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এখন থেকে কোন গাড়ি ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে নামতে পারবে না।
টার্মিনালগুলো থেকে পরিবহন ছাড়বার সময় সংশ্লিষ্টদের এসব কাগজপত্র দেখানোর পরেই গাড়ি বের হতে পারবে।
এছাড়াও প্রত্যেকটি টার্মিনালে এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগের একটি টিম পর্যবেক্ষণের এ কাজ পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ-মন্ত্রী শাহজাহান খান ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা,বাংলাদেশ পুলিশ প্রধান ড.জাবেদ পাটোয়ারী,ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সহ বিআরটিএ’র কর্মকর্তা গণ।
প্রসঙ্গত, রোববার রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।
সূত্রঃদৈনিক সাতক্ষীরা ডটকম।