♣♣♣♣
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০৮ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক কৃত মাদক ব্যবসায়ীর নাম রোকুনুজ্জামান।ধৃত রোকনুজ্জামান সদর উপজেলার সাতানি গ্রামের আরিফুল গাজীর ছেলে।শুক্রবার সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সাব-ইন্সপেক্টর শ্যাম প্রসাদ ও সহকারী সাব-ইন্সপেক্টর কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সঙ্গীতা সিনেমা হলের সামনে অভিযান চালায়। এসময় রোকনুজ্জামান নামে এক মাদক ব্যাবসায়িকে পুলিশ চ্যালেঞ্জ করেন। এ সময় তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগ তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী সাব-ইন্সপেক্টর শ্যমা প্রসাদ আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান যোগদান করার পর থেকে চলমান মাদক বিরোধী অভিযান কে আরো বেগোবান করা হয়েছে।তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে শহরের সংগীতা মোড় থেকে রোকনুজ্জামান কে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করা হয়।তিনি আরো জানান,ধৃত আসামীর নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন