♣♣♣♣♣
আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস- ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্বর থেকে ১১ টায় র্যালি বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। স্বাস্থ্য পরিদর্শক আবু মুছার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার (ডেন্টিস্ট) ডাঃ মনিরুজ্জামান, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সেনেটারী ইন্সপেক্টর সহকারী মোক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডল, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সবিতা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবায় প্রশংসিত ভুমিকা রাখায় ৮ জনকে সনদপত্র ও পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি তার ভাষণে বলেন, মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ালে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ভেবে থাকেন। কিন্তু এটি সত্য নয় বরং বুকের দুধ খাওয়ালে সৌন্দর্য বৃদ্ধি পায়। শাল দুধ খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী হয়ে থাকে। সাথে সাথে মা দের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে। তিনি স্বাস্থ্য কর্মীদের ধৈর্য ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন