♣♣♣♣
স্টাফ রিপোর্টারঃ
“চলো যাই যুদ্ধে….. মাদকের বিরুদ্ধে” উক্ত শ্লোগান কে সামনে রেখে দেশব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০০ পিচ ইয়াবা সহ তিন জন কুক্ষাত মাদক ব্যবসায়ী নব মুসলিম দিপ, আসাদ ও মোহন কে আটক করেছে পুলিশ।

আটক কৃত নব মুসলিম দিপ আন্ত জেলার ইয়াবা সিন্ডিটেকের মুল হোতা বলে জানা গেছে।

ডিবি পুলিশের সূত্র জানায়,বুধবার ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসানের দক্ষ নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মিজান,সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম,সহকারী সাব-ইন্সপেক্টর রাজু ও সঙ্গীয় ফোর্স সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাখরা এলাকায় আসা সমিতির সামনে থেকে কুক্ষাত ইয়াবা ব্যবসায়ী ও আন্তজেলার ইয়াবা সম্রাট দিপ হোসেন কে চ্যালেজ্ঞ করে ডিবি পুলিশ।এসময় ইয়াবা কারবারী দিপ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত টান দিয়ে মটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তার শেষ রক্ষা হইনি ডিবি পুলিশের চৌকশ বাহিনীর কাছ থেকে পালিয়ে যাওয়ার।এসময় দিপ,মোহন ও দিপের সহকারী আসাদ কে গ্রেপ্তার করে ডিবি পুলিশের ইন্সপেক্টর শাহরিয়ার হাসানের নেতৃত্বাধীন টিম।ধৃত তিন জন আসামীর দেহ তল্লাসী করে এক হাজার দুই শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আকট কৃত দিপের বাড়ি দেবহাটার রঘুনাথপুরে।তার পিতার নাম সঞ্জয় মোড়ল।অন্য আসামী আসাদুল ইসলাম আসাদ,পিতা-মাহামুদুল গাজি,গ্রাম-বৈচনা, ভোমরা ইউনিয়নে ও অপরজন আলিপুর ময়ুর ডাক্তারের ছেলে মোহন।

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও ১২০০ পিচ ইয়াবা উদ্ধাদের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান আপডেট সাতক্ষীরা ডটকমের প্রতিবেদক কে বলেন,জেলার পুলিশ সুপার জনাব সাজ্জাদুর রহমান মহোদয় ও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমীর নির্দেশনা মোতাবেক আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি।আমরা যে কোন মুল্যে মাদক কে নিঃশ্চিন্ন করবো সাতক্ষীরার মাটি থেকে আর সে প্রত্যয় নিয়েই আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি।এই যুদ্ধে জয়ী না হয়ে আমরা ঘরে ফিরবোনা।তিনি আরো জানান,ধৃত আসামীদের দের নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু পুর্বক তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন