♣♣♣
আলহুসাইন অমি:
বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভানেত্রী শেখ হাসিনার অফিস ভাংচুর ও হামলার প্রতিবাদে সাতক্ষীরা সরকারী কলেজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় সরকারি কলেজ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন ও সাধারন সম্পাদক কালামের নেতৃত্বে ছাত্রদের বিশাল একটি মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সস্পাদক সাদেকুর রহমান সাদেক।
আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ভর করে বিএনপি ও জামায়াত চক্রান্ত করে জননেত্রী শেখ হাসিনার অফিস আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করেছে। নেত্রীর অফিস ভাঙচুরকারীদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় নেয়ার দাবী জানাচ্ছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পরিপূর্ণ রূপ দিতে অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে মোকাবিলা করবে ছাত্রলীগ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত দেশব্যাপি দাঙ্গা-হাঙ্গামা করে তার দায় চাপাচ্ছে ছাত্রলীগ তথা আ’লীগের উপর। এবিষয়ে সতর্ক থেকে যে যার স্থান থেকে দলের জন্য সবটুকু উজাড় করে দেয়ার জন্য উপস্থিত কর্মীদের বলেন তিনি।

প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান সাদেক বলেন, আগস্ট মাস শোকের মাস। বরাবরই এই আগষ্ট মাসে আ’লীগকে ধ্বংসের নীল নকশা তৈরী করে সন্ত্রাসীরা।

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সুযোগে জামায়াত-বিএনপি তাদের নীল নকশা বাস্তবায়নের লক্ষে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। হামলাকারীদের ছাড় দেয়া হবে না। রাস্তা-ঘাটে যেখানেই জামায়াত-শিবির অরাজকতার সৃষ্টি করতে চাইবে সেখানেই তাদেরকে প্রতিহত করবে ছাত্রলীগ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভপতি শাহিন আলম সাদ্দাম ও সাধারন সম্পাদক ফজলে রাব্বি শাওন, রাশেদুল হাসান অনিক, মৃনাল মন্ডলসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সভপতি ইমন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন