♣♣♣♣
স্বাধীন বাংলার স্থাপতি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে শনিবার বিকাল ৪টায় সদর উপজেলার অস্থায়ি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক মাসুদ আলী, কুঠির শিল্প সম্পাদক মোছাক সরদার, কার্যনির্বাহী সদস্য আজিজুল ইসলাম ও মোঃ হাফিজ।

বক্তব্য রাখেন সদর উপজেলার যুগ্নাহবায়ক যথাক্রমে আবু সাঈদ, তোরাপ আলী, সন্নাসী মন্ডল, জোবায়েদ আবেদীন,পৌর সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শীবপুর ইউনিয়ন সভাপতি প্রভাষক আমিমুল ইসলাম, বল্লি ইউনিয়ন সভাপতি শেখ মহিউদ্দীন, ফিংড়ি ইউনিয়ন আহবায়ক আহসান হাবিব, ঝাউডাঙ্গা ইউনিয়ন সদস্য সচিব জুয়েল আহমেদ, লাবসা ইউনিয়ন আহবায়ক কামাল হোসেন, বহ্মরাজপুর ইউনিয়নের আব্দুল কুদ্দুস সরদার, ধুলিহর ইউনিয়নের জাকির হোসেন, বাঁশদহা ইউনিয়নের আব্দুল মান্নান, বৈকারী ইউনিয়নের রিপন হোসেন, আবুল বাশার,ডাঃ আশরাফ হোসেন, মেজবা উদ্দীন চ ল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদস্য সচিব আব্দুস সেলিম ।
প্রস্তুতি সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগষ্ট সদর উপজেলার সকল ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান, কাঙালী ভোজ ও আলোচনা সভা এবং আগামি ৩১ আগষ্ট বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন