♣♣♣♣♣
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে কলেজ প্রাঙ্গণে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় তিনি বলেন, ‘‘মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌছেছে সেই সাথে শিক্ষা ব্যবস্থার ও আমূল পরিবর্তন হয়েছে। শুধু অর্থনৈতিকভাবে উন্নয়ন নয় জাতিগত ভাবে উন্নয়ন করতে হবে। সাধারণ শিক্ষার পাশা পাশিষ কারিগরি শিক্ষার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের স্কুল কলেজে পাঠিয়ে বসে থাকলে হবেনা। তাদের পড়া-শুনা ও গতিবিধির উপর খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে যেন তারা মাদকাসক্ত না হয়।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক। সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, আর.এসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান, ইলেক্ট্রনিক্স বিভগিীয় প্রধান শেখ আহসান কবির, শিক্ষক মো. ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি শেখ মাহমুদুল হাসান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. অহিদুজ্জামান, নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, মো. আশিকুর রহমান, অভিভাবক মো. আব্দুস সালাম প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধান ট্যুরিজম মো. আবুবক্কর সিদ্দিক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন