♣♣♣♣
“জমি আছে ঘর নেই” -২০১৯ সালের মধ্যে কোন ব্যক্তি ঘরহীন থাকবে না এমন ঘোষনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যার জমি আছে ঘর নেই এমন ব্যক্তিদের বাছাই করার নির্দেশনা দিয়েছেন এবং প্রতিটি ঘর নির্মান করার জন্য ১,০০,০০০(এক লক্ষ) টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা বিভাগে মোট ১৬,০০০(ষোল হাজার) ঘর নির্মানের জন্য বরাদ্দ দিয়েছেন এবং বিভাগীয় প্রশাসনের কর্ণধার তথা বিভাগীয় কমিশনার, খুলনার তত্বাবধানে ও জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ যাদের জমি আছে ঘর নাই এমন ব্যক্তি বাছাই করে ঘর নির্মান করার জন্য কাজ করে যাচ্ছেন।

আজ ১১ আগস্ট ২০১৮ বিভাগীয় কমিশনার খুলনা জনাব লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক খুলনা জনাব আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জনাব মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, রুপসা, খুলনা ও সহকারী কমিশনার (ভূমি)গণ রুপসায় জমি আছে ঘর নাই এমন একটি নির্মানকৃত ঘর পরিদর্শন করেন এবং ঘরের চাবি হস্তান্তর করেন।

ইউএনও,রুপসা বরাদ্দকৃত ১ লক্ষ টাকা দিয়ে ইটের দেয়াল দিয়ে ফ্লোর পাকা ও বারান্দাসহ এটাচড বাথরুম নির্মান করেন। যেখানে টিনের বেড়া দিয়ে ঘর নির্মানের নির্দেশনা ছিল সেখানে একটু উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে ইউএনও, রুপসা ইটের দেয়াল দিয়ে অসাধারণ ঘর নির্মান করেছেন। বিভাগীয় প্রশাসন খুলনার পক্ষ থেকে ইউএনওকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন দৃষ্টিনন্দন একটি ঘর বানানোর জন্য।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন