ভোমরা স্থল বন্দরের জাহাঙ্গীর মার্কেটে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স!!

দ্বারা zime
০ মন্তব্য 167 দর্শন

♣♣♣♣
অবশেষে ভোমরা স্থল বন্দরের জাহাঙ্গীর মার্কেটে টাস্কফোর্স অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় বিভিন্ন প্রকারের গার্মেন্টস সামগ্রী জব্দ করেছে।
রবিবার সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত একটানা ৩ ঘণ্টা অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান চলাকালীন সময়ে জাহাঙ্গীর মার্কেট ছিল পুলিশ-বিজিবির কড়া নজরদারীতে। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, সাতক্ষীরা ৩৩ বিজিবির টুআইসি মেজর ফজলে হোসেন, জেলা পুলিশের পক্ষে ওসি ইনটেলিজেন্স মহিদুল ইসলাম এবং অপারেশন কর্মকর্তা (ওসি) সেকেন্দার, ভোমরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোকনুজ্জামান, ভোমরা ক্যাম্পের সুবেদার শাহাজান আলী। জাহাঙ্গীর মার্কেটে এ শ্বাসরুদ্ধকর অভিযানে দোকান মালিকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অধিকাংশ ব্যবসায়ী তাদের অবৈধ মালামাল আড়াল করে রাখতে দোকান বন্ধ করে পালিয়ে যায়। ফলে ৮টি দোকানে অভিযান চললেও বেশির ভাগ দোকানগুলোতে অভিযান চালাতে ব্যর্থ হয় টাস্কফোর্স। ৮টি দোকান থেকে প্রায় ৫ লক্ষ ১৭ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের মালামাল জব্দ করা হয়েছে বলে ভোমরা কোম্পনী সদরের বিজিবি গোয়েন্দা নিশ্চিত করেছেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন সাংবাদিকদের জানান, জব্দকৃত মালামাল কাস্টমস্ গোডাউনে জমা দেওয়ার পরে দোকান মালিকরা বৈধ কাগজ পত্র দাখিল সাপেক্ষে তাদের মালামাল ফেরত আনতে পারবেন।
তথ্যঃভয়েস অফ সাতক্ষীরা ডটকম।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন