♣♣♣♣
এস.এম নাহিদ হাসান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ আগস্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদরের বিভিন্ন স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তারা তাদের রং তুলির ছোয়ায় ফুটিয়ে তোলে বঙ্গবন্ধুসহ বাংলার প্রকৃতির রূপ। এসময় উপস্থিত ছিলেন, এনডিসি দেওয়ান আকরামুল হক।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট চিত্রশিল্পী এমএ জলিল, দীপক কুমার মৃধা ও নাজমুস্ শাহাদাত মন্টি। এ বছর শিল্পকলার উদ্যোগে এই প্রতিযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে প্রদত্ত ফলাফলে “ক” গ্রুপে সাতক্ষীরা কিন্ডারগার্ডেন স্কুলের জারিন তাসনিন খান প্রথম, সাতক্ষীরা প্রি-ক্যাডেটের মৌমিতা হাসান সেজুতি দ্বিতীয়, পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের মো. তাহসিন আজাদ ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেড আই তায়হাত যৌথভাবে তৃতীয় হয়েছে।
“খ” গ্রুপে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অহিন অর্ণব বাছাড় প্রথম, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লাবিবা ইসরাত লাবণ্য দ্বিতীয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. তৌফিক ইসলাম তৃতীয় হয়েছে।
“গ” গ্রুপে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শুভজিত বন্দোপাধ্যায় প্রথম, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপ্রা গাইন দ্বিতীয় ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্তর কুমার সেন তৃতীয় হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া চার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মৌসুমী আক্তার প্রথম, স্বর্গ মণ্ডল দ্বিতীয় এবং হাফিজা খাতুন ও মেহেদী হাসান যৌথভাবে তৃতীয় হয়েছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ১৫ আগস্ট শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ করা হবে।