♣♣♣♣
সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন “অবহিতকরণ কোর্স” আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সোমবার সকালে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন “অবহিতকরণ কোর্স” আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অবহিত করন কোর্স টি ৩ দিন ব্যাপি চলবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,ইউনিয়ন পরিষদ কে জনগনের সেবা কেন্দ্রে পরিনত করতে হবে।একটি মানুষ ও যেন ইউনিয়ন পরিষদ থেকে সেবা বঞ্চিত না হয়,সে দিকে সবাই কে লক্ষ রাখতে হবে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরের কৃষি কর্মকর্তা জনাব আমজাদ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব নকিবুল ইসলাম, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো: আসাদুজ্জামান অসলে, ঘোনা উইপি চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান মশা, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউপি সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম প্রমুখ।