♣♣♣♣
 “চাই জলবাযু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায বিষয়ে সমমনা সংগঠনের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম আলাউদ্দিন মিলনায়তনে টিআইবি সাতক্ষীরা সহযোগিতায় এবং সনাক সাতক্ষীরার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সনাক সাতক্ষীরার সভাপতি কিশোরী মোহন সরকার। বিশেষ অতিথি ছিলেন সনাক সহ সভাপতি ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সাতক্ষীরা জলবায়ু বিষয়ক উপ কমিটির আহবায়ক ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক জনা কল্যাণ ব্যানার্জী।

টিআইবি সাতক্ষীরা জেলা ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক পত্রদুত ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড.আবুল কালাম আজাদ, স্বদেশ নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাধবব চন্দ্র দত্ত, ক্রিসেন্ট নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জ্যোৎস্না দত্ত, নাগরিক আন্দোলন মে র আহবায়ক ফাইমুল হক কিসলু, যুগ্ম আহবাক ইঞ্জি: মোঃ আবেদুর রহমান, সদস্য সচিব আলীনুর খান বাবুল, সনাক সদস্য শিক্ষক ওলিয়ার রহমান। সভায উপস্থিত ছিলেন সনাক সহ সভাপতি ভারতেস্বরী বিশ্বাস, দৈনিক পত্রদুতের সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বরসা’র সহকারী পরিচালক মো: নাজমুল আলম মুন্না, ব্র্যাক জেলা প্রতিনিধি রেজাউল করিম খানসহ সনাক ইয়েস গ্রুপের সদস্যগণ প্রমুখ।
তথ্যঃ দৈনিক সাতক্ষীরা।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন