♣♣♣♣
অদ্য ১৪ আগস্ট’ ১৮খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকার সময় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন ও পবিত্র ঈদ-উল-আযহা ’১৮ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদায়ী আত্মার মাগফেরাত কামনাসহ জাতীয় শোক দিবসে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও পবিত্র ঈদ-উল-আযহা’ ১৮ নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষে এক ‘আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঈদ-পূর্ব, ঈদের দিন এবং ঈদোত্তর সর্বসাধারণের নির্বিঘ্নে ঘরে ফেরাসহ অন্যান্য প্রাসঙ্গিক আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও উক্ত সভায় নির্বিঘ্নে ও নিরাপদে উৎসবমূখর পরিবেশে ঈদের জামায়াত অনুষ্ঠান নিশ্চিতকরণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।

উক্ত সভা শেষে একই স্থানে রংপুর বিভাগের ২০১৮ সালের জুলাই মাসের ‘মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র রেঞ্জের জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও উক্ত সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষে ২০১৮ সালের জুলাই মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা, শ্রেষ্ঠ মামলা তদমত্মকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যথাক্রমে- লাললমনিরহাট জেলার বি-সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব শহীদ সোহরাওয়ার্দী, এসআই মোঃ মমিরম্নল হক, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে দিনাজপুর জেলার বিরল থানার এসআই মোঃ নাজমুল ইসলাম, কার, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার এসআই মোঃ তুহিন মিয়া, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে দিনাজপুর ট্রাফিক ইউনিট, শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে গাইবান্ধা সদর থানার এসআই জ্যোতিষ চন্দ্র বর্মণ, শ্রেষ্ঠ এএসআই হিসেবে একই জেলার গোবিন্দগঞ্জ থানার এএসআই মোঃ শওকত আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ থানা হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, দিনাজপুর নির্বাচিত হয়।

উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মজিদ আলী, বিপিএম, রেলওয়ে সৈয়দপুর জেলার পুলিশ সুপার জনাব সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার জনাব ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মেহেদুল করিম, পঞ্চগড়ের পুলিশ সুপার জনাব মোঃ গিয়াস উদ্দিন আ‏হ্মদ, দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোঃ হামিদুল আলম, বিপিএম, হাইওয়ের পুলিশ সুপার জনাব মোঃ মোসত্মাফিজুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রংপুর এর পুলিশ সুপার জনাব মোঃ হুমায়ুন কবীর, রংপুর এর পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম, লালমনিরহাটের পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল মান্নান মিয়া, নীলফামারীর পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (কমান্ড্যান্ট, অতিরিক্ত দায়িত্বে, আরআরএফ, রংপুর) জনাব মোঃ আব্দুল লতিফ, র‌্যাব-১৩, রংপুরের কমান্ড্যান্টের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ও সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সহ ট্যুরিস্ট পুলিশ এর কর্মকর্তা উপস্থিত ছিলেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন