♣♣♣♣
নড়াইলে বিশেষ ট্রাফিক সপ্তাহের শেষ দিনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারন মানুষের সহজে রাস্তা পারা পারের লক্ষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে নড়াইল-যশোর সড়কে জেব্রা ক্রসিং এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশের আয়োজনে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)’র সভাপতিত্বে নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম) সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে আন্দোলনের পর পুলিশের পক্ষ থেকে ঘোষিত বিশেষ ট্রাফিক সপ্তাহে নড়াইল জেলায় গত ৯ দিনে বিভিন্ন যানবাহন ও চালকের বিরুদ্ধে প্রায় ৯’শ মামলা হয়েছে। বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনেরর চালকদের বিরুদ্ধে এসব মামলা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত ৫ আগস্ট থেকে সারাদেশের মতো নড়াইল জেলাতেও বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু হয়। চলবে ১৪ আগস্ট পর্যন্ত। পুলিশের পাশাপাশি স্কাউটদের সাথে নিয়ে অভিযান পরিচালিত হয়। নড়াইল পুরাতন বাসটার্মিাল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ, নতুন বাসস্ট্যান্ড, মালিবাগ মোড়, ঘোড়াখালী মোড়, লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলা শহরের বিভিন্ন পয়েন্ট এবং নড়াগাতী থানা, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র, নলদী পুলিশ ফাঁড়ি, তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি, বিছালী পুলিশ ফাঁড়ি, মির্জাপুর পুলিশ ফাঁড়ি,পিরোলী পুলিশ ফাঁড়ি সহ অন্যান্য পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় সড়কগুলিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স না থাকা এবং হেলমেট ব্যবহার না করা সহ বিভিন্ন অনিয়মের কারনে মামলা দেয়া হয়েছে। অভিযানকালে স্কাউটের সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংগ্রহণ করায় একটি সফল অভিযানে পরিণত হয়েছে। অভিযানের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা মানুষের মাঝে বেড়েছে। এদিকে অভিযানের কারণে বিআরটিএতে ভীড় পড়েছে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রতিদিন বিআরটিএ অফিসে ভিড় করছে চালকরা। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন (পিপিএম) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বিশেষ ট্রাফিক সপ্তাহে গত ৯দিনে প্রায় ৯’শ মামলা হয়েছে। যারা আইন মেনে চলেছেন, তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। যারা আইন ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। নড়াইলের পুলিশ সুপার আরো বলেন, এ অভিযানে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা পেয়েছি। মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে জেব্রা ক্রসিং এর উদ্বোধন করা হবে। সহ ১৪ আগস্ট দিনব্যাপী অভিযানের মধ্যদিয়ে বিশেষ ট্রাফিক সপ্তাহের শেষ হলেও পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
সূত্রঃ পরিবর্ত্তন ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন