♣♣♣♣
দেবহাটার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বুধবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি, ওসি সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিদুরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
কুলিয়া ইউনিয়ন পরিষদ
কুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এসময় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমাদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স.ম গোলাম মোস্তফা, ইউপি সদস্য আসাদুল ইসলাম সহ আরও অনেকে।
পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ
পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দীন বিশ্বাস আবারা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরসাদ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নারায়ন সরকার, পারুলিয়া ইউপি সদস্য গাজী শহিদুল্লাহ,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম, সাবেক স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু প্রমুখ।
হাজী কেয়ামউদ্দীন মোমরিয়াল মহিলা কলেজ
হাজী কেয়ামউদ্দীন মোমরিয়াল মহিলা কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এসময় উপস্থিত ছিলেন, হাজী কেয়ামউদ্দীন মোমরিয়াল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সালামুতুল্ল্যা গাজী, অধ্যক্ষ আবুল কালাম, শিক্ষক আব্দুর রহমান, আবুল হাসান, হাফিজুর রহমান, বাপ্পি, সুপ্রসাদ দাশ, আহছান রউপ চান্দু, অনিষ গাঁতিদার, অমরেন্দ্র মৃধা সহ আরও অনেকে।
হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ
হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এসময় উপস্থিত ছিলেন, হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দীন পিন্টু, সহকারী শিক্ষক, রবিন্দ্রনাথ রবি, সুজন ঘোষ, আদিত্য মন্ডল, বাবুল ইসলাম, কানাই লাল ঘোষ প্রমুখ।
এছাড়া কর্মসূচিতে দোয়া অনুষ্ঠান শেষে দুপুরের কাঙালী ভোজ আয়োজন করা হয়।
সূত্রঃদৈনিক সাতক্ষীরা ডটকম।