♠♠♠♠
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল নয়টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম। প্রতিযোগিতার সমন্বয়ক ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মোঃ আসিফ ইকবাল ও লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।প্রতিযোগীতায় বিচারক ছিলেন পিটিআই ইন্সট্রাকটর সুভেন্দ্র কুমার দাশ, ঈশিকার পরিচালক আব্দুল জলিল, বঙ্গবন্ধু শিশু মেলার শেখ ফারুকুজ্জামান প্রমূখ।
প্রতিযোগিতায় ১ম, ২য় সুন্দর হাতের লেখা ও ছবি চিত্রাঙ্কন ২/৫ম সুন্দর হাতের লেখা, ৬ হতে অষ্টম রচনা প্রতিযোগিতা নবম/দশম ও একাদশ রচনা প্রতিযোগিতা। উল্লেখ্য তিন ক্যাটাগরিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। আজ বিজয়ীদের পুরস্কার বিতরন করা হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অবহিতকরন- অপরদিকে বেলা ১১টায় উপজেলা ডিজিটাল কর্ণারে চেয়ারম্যান ও সদস্যদের অবহিতকরন কোর্সের দ্বিতীয় দিন উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর(উপ-সচিব)জনাব শাহ্ আবদুল সাদী তিনি ইউপির বাজেট ও সভা অনুষ্ঠান সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষন প্রদান করবেন। এসময় চেয়ারম্যান ও সদস্য গন উপস্থিত ছিলেন।