মুসলমি উম্মাহর দ্বিতীয় প্রধান র্ধমীয় উৎসব পবত্রি ঈদ-উল-আযহাকে ঘিরে কর্মব্যস্ত হয়ে উঠেছে সাতক্ষীরার কামারশালা গুলো। টুং-টাং শব্দে অবিরাম কাজ চলছে কামারশালায়। ঈদকে ঘিরে দা, কুড়াল, বটি, ছুরি, কোদাল সহ লোহার যন্ত্রাংশ তৈরীতে ব্যস্ত সময় পার করছে তারা। কামারদের এই ব্যস্ততা জানান দিচ্ছে ঈদুল আযহা অতি সন্নকিটে।

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কেউ হাপর টানছে, কেউবা আবার তৈরি করা সামগ্রীতে শান (ধার) দিচ্ছে। কোরবানীর পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস কাটার কাজে ব্যবহার করা হবে কামারশালায় তৈরি এসব সামগ্রী।

নিমাই কর্মকার জানান, গত ২০ বছরেরও বেশি সময় এই কর্মশালার কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন তিনি। অন্যান্য বছরের তুলনায় এ বছর কাজের ব্যস্ততা অনেক বেশি। আমরা এই কোরবানীর ঈদের সময় বেশি বেশি কাজ পায়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন