♠♠♠♠
খুলনার শিববাড়ী মোড়ে নিরাপদ সড়ক চাই কর্মসূচিতে উস্কানি দেয়ার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৪ শিক্ষার্থীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা।সোনাডাঙ্গা মডেল থানায় দায়েরকৃত মামলায় সিটি পলিটেকনিক কলেজের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ছাত্র খালিশপুর সিটি পলিটেকনিক কলেজের ইলেকট্রিক বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ইবনে খালিদ (২০) সে আটরা মাশিয়ালী পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ নুর উদ্দিন মোল্লার ছেলে।

গতকাল বৃহস্পতিবার সোনাডাঙ্গা মডেল থানা মামলার তদন্ত কর্মকর্তা এসআই রহিত কুমার বিশ্বাস আদালতে খালিদকে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক মহানগর হাকিম মোঃ আমিরুল ইসলাম আগামী রবিবার রিমান্ডের দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।      

গত ২ আগস্ট খুলনার শিববাড়ী মোড়ে পুলিশের ব্যারিকেড সরিয়ে আপার যশোর রোডে জনগণের উপর হামলা, পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন ভাঙচুর, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উস্কে দেয়ার চেষ্টা ও ক্ষতি সাধন করে বলে অভিযোগে আনা হয়েছে। এ ঘটনায় এসআই অচিন্ত্য হালদার বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীসহ ১৩ জনের নাম উল্লেখ ও আরো ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনাডাঙ্গা মডেল থানার মামলা দায়ের করেছেন (নং-১৭, তাং- ১৫/০৮/২০১৮)।  

মামলার আসামিরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষবর্ষের ছাত্র আব্দুল্লাহ আল নোমান (২২), পরিবেশ বিজ্ঞান বিভাগের শেষবর্ষের ছাত্র মোঃ নাবিদ হাসান (২১), ফার্মেসী বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ নাহারুল ইসলাম (২২) ও ইংরেজী বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ ইমরান হাসান (২৩), নগরীর টুটপাড়া ২৪, দারোগাপাড়ার আজিজুর রহমান সড়কের মৃত হারুনার রশিদের ছেলে চৌধুরী হাবিবুর রহমান ওরফে রুমান (২৮), ৭২, মিউনিসিপ্যাল ট্যাংক রোডের চুন্নুর বাড়ির ভাড়াটিয়া মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ তন্ময় হোসেন মুরাদ (২৪), মিস্ত্রিপাড়ার আকাশ (২৪), মুন্সিপাড়ার তাসদিক (২৩), টুটপাড়া দিলখোলা রোডের রিকি (২১), সাইফুল (২৫), রাতুল (২৪), হামিম (২৬) ও হাজী মহসীন রোডস্থ আরজেন আলী লেনের রনি (২৫)।

মামলার বিবরণে জানা যায়, গত ২ আগস্ট দেশব্যাপী নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে নগরীর শিববাড়ী মোড়ে সকাল ৯টায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন পালন করে। দুপুর ১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে অন্যান্য আসামিরাসহ আরো অজ্ঞাতনামা ৫০/৬০ জন পুলিশের ব্যারিকেড সরিয়ে আপার যশোর রোডে জনগণের উপর হামলা, পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন ভাঙচুর, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ক্ষেপিয়ে তোলার মাধ্যমে উস্কে দেয়ার চেষ্টা ও ক্ষতি সাধন করে। এছাড়াও তারা পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল কুদ্দুস মৃধার বুলেট প্র“প জ্যাকেট ধরে টানাটানি করে তাকে লাঞ্ছিত করে। দু’পুলিশ সদস্যর নেমপ্লেট ছিনিয়ে নেয় ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে সরকারি কাজে বাধাদান করে।
সূত্রঃ খুলনার কন্ঠ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন