♣♣♣♣
এসিয়ার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ হাবিবুর রহমান (বিপিএম)বার(পিপিএম)।
বিচক্ষণ নেতৃত্বগুণ ও নিরলস পরিশ্রমে তিনি এখন আন্তজার্তিক অঙ্গনের হাবিব। সবাই যখন ঈদের ছুটিতে পরিবার পরিজনদের নিয়ে আনন্দে ছুটির মূহুর্তে। ঠিক সেই সময় ঈদের একদিন আগে দেশের স্বার্থে দেশপ্রেম বুকে গেঁথে, পরিবার স্ত্রী একমাত্র সন্তানকে রেখে দেশের সুনাম অর্জনে নিজের ব্যক্তিগত সুখ ত্যাগ করে জাকার্তায় অনুষ্ঠিত ‘এশিয়ান গেমস-২০১৮’তে কাবাডি টীম নিয়ে অংশগ্রহণ করেন।
জাতির পিতার পুণ্যভূমি গোপালগঞ্জের কৃতি সন্তান ,বাংলাদেশ পুলিশের আইকোন,বাংলাদেশ পুলিশের উজ্জল নক্ষত্র পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান(বিপিএম)বার(পিপিএম) তাঁর অসাধারণ নেতৃত্ব আর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে দেশ পেরিয়ে নিয়ে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে ,তুলে ধরেছেন লাল সবুজের এক খন্ড বাংলাদেশকে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০১৮ এর কাবাডি পর্বে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের মধ্যেদিয়ে সেই ঐতিহ্য পৌছে গেছে এক অন্যন্য উচ্চতায়। এরই কৃতিত্ব স্বরূপ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশ হেড কোয়াটার্সের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম)বার(পিপিএম) কে এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর হাবিবুর রহমান ফেডারেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন প্রতিনিয়ত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে ফেডারেশন কে শক্তিশালী করে গড়ে তুলেন।