♣♣♣
দেবহাটা উপজেলা সদরের দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন হাইস্কুলে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের আয়োজনে এবং কেবিএ কলেজের রোভার স্কাউটস, ফিরোজা মজিদ ট্রাস্ট ও আইডিয়ালের সহযোগীতায় বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত অসহায় ও দুঃস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ, আকছেদুর রহমান, ডাঃ মাহফুজ আহম্মেদ, ডাঃ আশরাফুল কবির, ডাঃ জান্নাতুল ফেরদৌস, ডাঃ মিনারা খাতুর ও ডাঃ মিজানুর রহমান। চিকিৎসকবৃন্দ প্রায় ৪শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে সমস্ত রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরন করা হয়। এসময় ফিরোজা মজিদ ট্রাস্টের সভাপতি ঢাকা আহছানিয়া মিশনের উপ-পরিচালক ও হেড অফ হেলফ সেক্টর ইকবাল মাসুদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সাবেক সভাপতি এসএম মেহেদী হাসান, কেবিএ কলেজের সহকারী অধ্যাপক ও স্কাউট লিডার আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে এই মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী। তিনি মেডিকেল ক্যাম্পের আয়োজন দেখে আয়োজনকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মানব সেবাই হলো সবচেয়ে বড় কাজ। আর এই ধরনের আয়োজন করে মানুষকে সেবা দেয়াটা মহৎ মানষিকতারই প্রকাশ। তিনি মাঝে মাঝে এধরনের আয়োজন করার অনুরোধ জানান। পরে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ।
তথ্যঃডেইলি সাতক্ষীরা।