♣♣♣♣
মাহফিজুল ইসলাম আককাজ : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৭ জেলা পানি সরবরাহ প্রকল্পের নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান উদ্বোধন ও প্রাণ সায়ের খাল খনন সম্পর্কিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এস.এম রেজাউল করিম।
এসময় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সাতক্ষীরার সম্পাদক বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, মো. শহিদুল ইসলাম, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ^াস, পানি সুপার সেলিম সরোয়ার, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ মাসুদ রানা, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রধান অফিস সহকারী প্রশান্ত ব্যাণার্জী, সার্ভেয়ার মামুন প্রমুখ। প্রস্তুতি সভায় জানান হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান খুব শীঘ্রই বাটকেখালীতে পৌরসভার নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান উদ্বোধন করবেন এবং প্রাণ সায়ের খাল পরিদর্শন করবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন