♣♣♣♣
সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তত ২০টি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। আজ সোমবার ঢাকায় সচিবালয়ে পরিষদটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, জাতীয় সড়কে জিরো গতির গাড়ি চলতে দেওয়া হবে না। সড়ক ও মহাসড়কে ইজিবাইক, লেগুনা, নছিমন-করিমন জাতীয় ছোট যানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আর ঢাকায় আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালুর বিষয়ে প্রয়াত মেয়র আনিসুল হক যে উদ্যোগ নিয়েছিলেন, সেটা বাস্তবায়নের জন্য এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাঈদ খোকনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে এ রকম অন্তত ২০টি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। এর মধ্যে অবশ্য বেশ কিছু সিদ্ধান্ত আগেই ছিল। সেগুলোই এখন কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে এসব তথ্য জানান সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় পরিষদের সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্রঃপ্রথম আলো নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন