দেবহাটায় নাশকতা করার অভিযোগে পুলিশের অভিযানে ৯ জন জামাত-বিএনপি কর্মী আটক!!

দ্বারা zime
০ মন্তব্য 184 দর্শন

♣♣♣♣
কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় নাশকতা করার অভিযোগে পুলিশের অভিযানে ৯ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ে করেছে। যার মামলা নং- ০৯, তাং- ২৮-০৮-১৮ ইং।

আটককৃতরা হলো উপজেলার কোড়া গ্রামের আফতার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৪), একই গ্রামের আলী গাজীর ছেলে আবুল হোসেন (৩৮), বহেরা গ্রামের আব্দুল মাজেদের ছেলে মনিরুজ্জামান (৫০), একই গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মহিদ (২০), একই গ্রামের মৃত গহর আলীর ছেলে ফজর আলী (৩৬), কুলিয়া গ্রামের বেলাত আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম (৩২), শিমুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আহছান উল্লাহ (৩৬), এনামপুর গ্রামের আনছার আলী ওস্তাগারের ছেলে আশরাফুল ইসলাম (৩২) ও টাউনশ্রীপুর গ্রামের নাজীর আহম্মেদের ছেলে ইলিয়াস হোসেন (৪০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া নতুন বাজার এলাকায় দেবহাটা থানার এসআই আলমগীর হোসেন মুন্সি, এসআই নিত্য কুমার মন্ডল, এসআই রাজীব কুমার, এস.আই নিখিল চন্দ্র বিশ্বাস, এএসআই শামীম হোসেন, এএসআই দরবেশ আলী ও এএসআই আব্দুল গনি আকাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপরোক্ত ব্যক্তিদের আটক করেন।

এসময় তাদের নিকট থেকে পুলিশ বিভিন্ন অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করেন। এ ঘটনায় এসআই আলমগীর হোসেন মুন্সি বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিরা ছাড়াও অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। যার ধারা ১৫(৩)/২৫-উ, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইন ৩, ৫ ও ৬ ।

আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, যারা দেশে অরাজকতা ও অশান্তি সহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর। নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন