♣♣♣♣
সাতক্ষীরা জেলার স্থানীয় সরকারের ডেপুটি ডাইরেক্টর (উপ-সচিব) জনাব শাহ্ আবদুল সাদী বলেছেন, ইউনিয়ন পরিষদকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। সকল কর্মকান্ডে থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সরকারি সকল প্রকল্পের কাজ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পালন করতে হবে জনপ্রতিনিধিদের। সাধারণ মানুষকে সকল উন্নয়নমূলক কাজের বিষয়ে অবহিত করতে হবে। কেননা, প্রতিটি নাগরিকের তা জানার অধিকার রয়েছে। সরকারি সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন।কর্মশালায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব শাহ্ আবদুল সাদী।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি),ঢাকা আয়োজিত ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন এর বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন কোর্সের কো-অর্ডিনেটর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ নকিবুল হাসান ও উপজেলা কৃষি অফিসার জনাব আমজেদ হোসেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান (ফিংড়ি) জনাব সামছুর রহমান, ইউপি চেয়ারম্যান (আলিপুর) জনাব মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান (ভোমরা) জনাব ইসরাইল গাজী,ইউপি চেয়ারম্যান (ধুলিহর) জনাব বাবু সানা,ইউপি চেয়ারম্যান ঘোনা,ইউপি চেয়ারম্যান বাঁশদহা,ইউপি চেয়ারম্যান কুশখালী,ইউপি চেয়ারম্যান শিবপুর,কাউন্সিলর জালাল উদ্দীন প্রমুখ।কর্মশালায় আরো উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের স্টাফ রিপোর্টার আব্দুর রহিম,আপডেট সাতক্ষীরা ডটকমের বিশেষ প্রতিবেদক মাফিজুল ইসলাম আক্কাস সহ অন্যান্য প্রিন্ট ও ইলেক্ট্রনিং মিডিয়ার সাংবাদিক বৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন