♣♣♣
রাস্তায় ইট-বালি-খ-পাথর-বাঁশখুটি রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়াতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহম্পতিবার সকালে বটিয়াঘাটা উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বটিয়াঘাটার নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহম্পতিবার সকালে বটিয়াঘাটার হেতালবুনিয়া এলাকায় রাজ মিস্ত্রীরা সড়কে ঢালাই মেশিন রেখে মার্কেটের ছাদ ধালাই করার জন্য মশল্যা মাখাচ্ছিলেন।রাস্তার উপর ইট-বালু-সিমেন্ট রেখে ঢালাই মেশিনে কাজ করার জন্য রাস্তাটির প্রায় অর্ধেক অংশ বন্ধ হয়ে থাকে।এতে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকা ঘটে।রাস্তাটি এক পর্যায়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এছাড়া কয়েকজন ড্রাইভার রাস্তায় রাখা মেশিনের মিস্ত্রীদের সাথে কথাকাটাকাটি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় এক এ্যাম্বুলেন্স চালক রোগী নিয়ে ঐ রাস্তা দিয়ে যেতে না পারায়, এ্যাম্বুলেন্স চালক বুদ্ধি করে সরকারী সেবা পেতে 333 এ ফোন করেন।ভুক্তভোগীর ফোন পেয়েই সেখানে দ্রুত চলে যান বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী।সরেজমিনে গিয়ে তিনি দেখতে পান পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে রাস্তার উপরে ঢালাই মেশিন রেখে কাজ করার কারনে।

এ সময় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারায় দুই অপরাধী কে ১৫০০০/- টাকা করে ত্রিশ হাজার টাকা জরিমানা এবং সড়কে মারামারি সংঘটনের দায়ে দন্ডবিধি, ১৮৬০ এর ১৬০ ধারায় এক অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেনন ইউএনও দেবাশীষ চৌধুরী।ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বটিয়াঘাটা থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগীতা করেন।

এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে এধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বটিয়াঘাটা উপজেলায় জনসচেতনতামূলক কর্মসূচি চলমান থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন