♣♣♣♣
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ’র নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে ৫০০পিছ ইয়াবা বড়িসহ মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তার ওরফে রওশন (৪৮) কে আটক করেছে থানা পুলিশের একটি দল।

পারভীন আক্তার কলারোয়ার ধানঘোরা গ্রামের মৃত ইমাম হোসেনের মেয়ে ।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত শরিফুল ইসলাম বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এতদিন তিনি বিভিন্ন কৌশলে মাদকের ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি শেখ মারুফ আহম্মদ সংগীয় ফোর্স নিয়ে পারভীন আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এরপর মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে তার শরীরের গোপন জায়গায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখাবস্থায় ৫০০ পিছ ইয়াবা বড়ি জব্দ করেন।

কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।

প্রাসংঙ্গত, কয়েকমাস আগে চট্রগ্রাম থেকে বিমান যোগে ঢাকা আসার পথে এয়ারপোর্ট এলাকায় ৯ হাজার পিস ইয়াবা সহ চট্রগ্রামের কুক্ষাত ইয়াবা ব্যবসায়ী বড় মা গ্রেপ্তার হন মহানগর গোয়েন্দা পুলিশের কাছে।ধারনা করা হচ্ছে আকটকৃত ইয়াবা ব্যবসায়ী বড় মা এর ইয়াবা সিন্ডিকেটের সক্রিয় সদস্য।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন