♣♣♣♣
আশাশুনি থানা পুলিশের অভিযানে দেশীয় লোহার তৈরী রিভলবার ও ২ রাউন্ড রিভলবারের গুলিসহ রফিকুল ইসলাম ওরফে বুলি মেম্বরকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, আশাশুনি থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্র-গুলি ও বিষ্ফোরকদ্রব্যাদী উদ্ধারের লক্ষ্যে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ মজ্ঞুরুল হাসান,সহকারী সাব-ইন্সপেক্টর মাহাবুব হাসান, সহকারী সাব-ইন্সপেক্টর স্বরজিৎ বিশ্বাস সঙ্গীয় ফোর্স কুমারেশ মন্ডল এর সহায়তায় প্রতাপনগর ইউনিয়নেরর কুড়িকাহুনিয়া গ্রামের মৃত: আ: খালেক মোড়লের পুত্র ইউনিয়ন যুবদল সভাপতি মো: রফিকুল ইসলাম ওরফে বুলী মেম্বর (৪৫) কে আশাশুনি থানাধীন কুড়িকাহুনিয়া তালতলা বাজার থেকে রুইয়ার বিলে যাওয়ার রাস্তায় বাহাদুর হাওলাদারের পুকুরের সামনে ইটের সলিং এর উপর হতে ১টি দেশীয় লোহার তৈরি রিভলবার ও ০২ (দুই) রাউন্ড রিভলবারের গুলি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিঃশ্চিত করে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দেবনাথ আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র-আইনে আশাশুনি থানার মামলা নং-২(০৯)১৮ রুজু করা হয়।
তিনি আরো জানান,ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আশাশুনি থানা সহ দেশের বিভিন্ন থানায় নাশকতা ও অস্ত্র মামলা সহ বিভিন্ন ধারায় বেশ কয়েকটি মামলা রুজু আছে।