♣♣♣♣
নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে পিস্তল-গুলি ও দেশী অস্ত্রসহ গ্রেফতার যুবক জাহিদুল ইসলাম (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে মহানগর হাকিম মোঃ শাহীদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দী রেকর্ড করেছেন।
গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একটি ইজিবাইকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের তল্লাশীতে স্কুল ব্যাগের ভিতরে থাকা পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ জাহিদুল ইসলাম (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি চৌধুরীপাড়ার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় (নং-০১)।
গ্রেপ্তারের বিষয়টি নিঃশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল বলেছে যে তারা একটি সংঘবদ্ধ ছিনতাই গ্রুপ রয়েছে। বাগেরহাটের ফকিরহাট এলাকায় বড় ধরনের একটি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা ট্রাফিক মোড়ের পাশে নিয়মিত তল্লাশী অভিযানকালে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, চাপাতি, কুড়ালসহ ওই যুবককে আটক করা হয়েছে।
সদর থানার ওসি আরো জানান,আসন্ন জাতীয় সাংসদ নির্বাচন কে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির (পিপিএম) মহোদয়ের নির্দেশনা মোতাবেক পুরো নগরী ব্যাপী মাদক – জঙ্গী,অগ্নি সন্ত্রাসী ধরতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।তারই ধারাবাহিকতায় গত ১ লা সেপ্টেম্বের রাতে পিস্তল-গুলি সহ জাহিদুল ইসলাম নামক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।