Citizen Journatist (Zime): ভারত থেকে চোরাপথে পাচার হওয়া ফেনসিডিল সহ দুই পাচারকারীকে ৭০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশের বিশেষ সূত্র জানান,বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা শহরের অদুরে বাঁকালে একটি ভ্যানে করে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিলের চালান আনা হচ্ছিল, এমন গোপন ইনফরমেশন আসে ডিবি পুলিশের কাছে।উক্ত ইনফরমেশনের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের চৌকশ পরিদর্শক জনাব শাহরিয়ার হাসানের নেতৃত্বে
গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর মিজান,সহকারী সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আগে থেকে বাঁকাল এলাকায় অবস্থান নেন আগে থেকে।
পরে ভ্যানের যাত্রীবেশী দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদের ব্যাগে থাকা ৭০ বোতল ফেনসিডিল বের করে দেয় তারা।আকটকৃৃতরা হচ্ছে কেশবপুর উপজেলার আওয়ালগাতির আবদুল খালেক সাজু ও সাতক্ষীরার নলকুড়ার মো. আজমীর হোসেন।
গ্রেপ্তারের বিষয়টি নিঃশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জনাব শাহরিয়ার হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,“চলো যাই যুদ্ধে….মাদকের বিরুদ্ধে”উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলা ব্যাপি গোয়েন্দা পুলিশ মাদক-জঙ্গি-সন্ত্রাস ও অস্ত্র উদ্ধারের অভিযান অব্যহত রেখেছেন।তারই ধারাবাহিকতায় আমরা গতকাল রাতে শহরের বাঁকাল এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই জন কে গ্রেপ্তার করতে সক্ষম হই।তিনি আরো জানান,ধৃত আসামীদের নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
তথ্য প্রেরকঃশেখ আরিফুল ইসলাম(আশা),ক্যামেরা পার্সোন(এনটিভি),সাতক্ষীরা।