Citizen Journalist(জিমি) :কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুলিশ গত শনিবার সকালে সাবিহা (৬) নামের এক শিশুর লাশ মিঠন মাঠ থেকে উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করেছেন।

 থানা পুলিশের বিশ্বস্ত সুত্র জানায়,  শিশুর বাড়ি উপজেলার আমলা ইউনিয়নের মিঠুন গ্রামের ভাষা আলীর কন্যা সাবিহা। সূত্র আরো জানায়, গত শুক্রবার বিকালে হারিয়ে যায় সাবিহা।পরে  সাবিহাকে  বাড়িতে না পেয়ে তখন থেকেই তার পরিবার বিভিন্ন স্থানে খোজা খুজি করে।এক পর্যায়ে ভাষা আলী তার অবুঝ সন্তানের মরাদেহ পার্শ্ববর্তী মিঠন মাঠের আইলের উপর পাওয়া যায়।

এ সংবাদ মিরপুর থানার পুলিশকে অবগত করতে তৎক্ষানিক থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থালে যান এবং উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই- আলম সিদ্দিকি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের শরীরে কোন আঘাত আছে কি না তা খতিয়ে দেখেন। তবে লাশ শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

তারপরেও বিধি মোতাবেক নিহত সাবিহার নিথর দেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন মিরপুর থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনায়  ছিলেন, থানা ইন্সেপেক্টর তদন্ত আব্দুল আজিজ, থানার সেকেন্দ অফিসার সা বই ইন্সপেক্টর  বোরহান উল ইসলাম, সাব-ইন্সপেক্টর জালাল, সাব- ইন্সপেক্টর  আব্দুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে মিরপুর থানার সেকেন্ড অফিসার সাব- ইন্সপেক্টর বোরহানুল ইসলাম আপডেট সাতক্ষীরা ডটকম কে বলেন,ময়না তদন্ত রিটোর্ট হাতে না পর্যন্ত মৃত্যর কারন সঠিক ভাবে বলা যাচ্ছেনা। তবে এব্যপারে মিরপুর থানায় একটি হত্যা মামলা করা  হয়েছে। আমরা বিভিন্ন মোটিভ নিয়ে হত্যা কান্ডের খুজে বের করার জন্য এল রেডি মাঠে নেমে গেছি।আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনার আড়ালের ঘটনার রহস্য উৎঘাটন করতে পারবো।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন