Citizen Journalist(জিমি):সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ধ ১৭ উপজেলা পর্যায়ের খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। প্রধান অতিথি ফেস্টুন ও রংবেরং এর বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন।

এসময় স্পেশাল গেষ্ট হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান প্রমুখ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনিছুর রহমান, জেলা ডিএফএ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান,  কাজী কামরুজ্জামান কাজী প্রমুখ।জেলা  প্রশাসনের কর্মকর্তাদের  মধ্যে আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজর্স্ব) আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম খেলা দেবহাটা উপজেলা বনাম তালা উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে দেবহাটা জয়লাভ করে। ২য় খেলা সাতক্ষীরা পৌর সভা বনাম শ্যামনগর উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় শ্যামনগর ৩ গোলে জয়লাভ করে। ৩য় খেলা বিকালে সদর উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলা ২-১ গোলে জয় লাভ করে। এসময় স্টেডিয়ামে বিপুল সংখ্যক ফুটবল প্রিয় দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফুজ্জামান প্রিন্স।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন