Citizen Journalist(জিমি):নিরাপদ সড়ক বাস্তবায়ন ও মাদকের প্রভাব রোধকল্পে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ সকালে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে খুলনা জেলার ইমাম পরিষদের ইমামদের সাথে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমাদের দেশ ও সমাজ ব্যবস্থায় ইমামরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁদের কথা সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধার সাথে শোনেন এবং মেনে চলার চেষ্টা করেন। এজন্য তিনি নিরাপদ সড়ক এবং মাদকের কুফল সম্পর্কে জুম্মার খুদবার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদানের আহ্বান জানান।
মতবিনিময় সভায় ইমাম পরিষদের পক্ষ থেকে নিরাপদ সড়ক, মাদক এবং বিভিন্ন সামাজিক সমস্যা রোধে ইমামরা জেলা প্রশাসনের সাথে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মোহাম্মদ সালেহ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচাক একেএম সাদ উদ্দিন। সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন