নড়াইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সুলতান মঞ্চে সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজী।
এসময় আরো বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) নিশ্চিত কুমার পোদ্দার, কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, কবি নজরুল ইনস্টিটিউট এর উপপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় ও নজরুল সঙ্গীত শিল্পী ড. নাশিদ কামাল নজরুল সঙ্গীত পরিবেশন করেন গভীর রাত পর্যন্তু। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।