পহেলা অক্টোবর ২০১৮ খ্রিঃ তারিখে ঢাকা রেঞ্জ সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা/২০১৮ উদ্যাপন উপলক্ষে পূজা মন্ডপ সমুহের নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সংক্রান্ত অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের Deputy Inspector Genaral (ডিআইজি) জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পিপিএম মহোদয়।
অপরাধ পর্যালোচনা সভায় তিনি ঢাকা রেঞ্জের জেলা সমুহের পুলিশ সুপারদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।এসময় তিনি বলেন ধর্ম যার যার,অনুষ্ঠান সবার।আসন্ন শারদীয় দূর্গাপূর্জা উপলক্ষে কেউ কোন অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আমরা তাকে কঠোর হস্তে দমন করবো।বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ।তাই মুষ্টিমেয় কিছু লোকের হাতে বাংলার মানুষ জিম্মি হতে পারেনা।সভায় বিগত মাসের অপরাধ কার্যক্রম মুল্যায়ন পুর্বক ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ অফিসার দের কে সন্মাননা প্রধান করেন ডিআইজি মহোদয়।

পরে ডিআইজি মহোদয় নবাগত নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব আনিসুর রহমান এরং গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব সামছুন্নাহার কে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

অতপর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও সভার প্রধান অতিথি  মুন্সীগঞ্জ জেলার পুলিশিং কার্যক্রম, সংস্কার ও উন্নয়ন কর্মকান্ড বিষয়ক প্রকাশনা “ অগ্রগতির দুই বছর” এর মোড়ক উম্মেচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন