পহেলা অক্টোবর ২০১৮ তারিখ সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়ার ভাই ভাই বেকারী ও সখীপুর এলাকার মদিনা বেকারিতে এ অভিযান চালানো হয়। এ সময় পঁচাবাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাদ্যে ক্ষতিকর রং মেশানো, বেকিং পাউডারের পরিবর্তে খাদ্যপণ্য ফোলানোর জন্য ইউরিয়ার মত গন্ধযুক্ত একধরনের রাসায়নিকের ব্যবহার, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত টোকেন ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪২ ও ৫২ ধারা অনুসরণে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার। জরিমানা প্রদান ছাড়াও নিম্ন মানের পণ্যসমূহ নষ্ট করা হয়।
এবিষয়ে জেলা প্রশাসনের বিঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার আপডেট সাতক্ষীরার প্রতিবেদক কে জানান,মানুষ টাকা দিয়ে পঁচা-বাসি খাবার কিনে খাবে, এটা হতে পারেনা। স্বাস্থ্য সম্মত খাবার রাখতে হবে প্রত্যেকটি ব্যাকারীতে বা মিস্টির দোকানে বা যেকোন হোটেল রেস্তরায়।তিনি আরো বলোন, ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।