♠♠♠

নিজস্ব প্রতিবেদকঃ যশোরে পুলিশের গুলিতে সায়েম আলী (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে যশোর সদরের ঝুঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সায়েম যশোরের শার্শা উপজেলার উত্তর বারোপোতা এলাকার হজরত আলীর ছেলে।

পুলিশের জানায়, আহত যুবক মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার ও একটি ট্যাক্সি জব্দ করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই আমিরুল ইসলাম জানান, তাদের কাছে খবর ছিল শার্শা থেকে লালরঙা মারুতিতে ফেনসিডিলের একটি চালান যশোরে আসছে। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম সকালেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এরপর তারা ওই ট্যাক্সিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে বালিয়াডাঙ্গা এলাকায় গাড়ির চাকা খুলে যায়। ওই সময় ট্যাক্সির যাত্রীদের কেউ দু’রাউন্ড গুলি করে। পুলিশও পাল্টা এক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সায়েম গুলিবিদ্ধ হয়। ওইসময় তিনিসহ বিপ্লব নামে আরেকজন এসআই সামান্য আহত হন।

তিনি আরও জানান, আহত সায়েমকে আটক করা গেলেও ট্যাক্সিতে থাকা আরও দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্যাক্সিটি জব্দ এবং ২৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। বেলা পৌনে ১২টার দিকে সায়েমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্টার্ন ডাক্তার আব্দুল কাদের জেনারেল হাসপাতালের ডাক্তার অহেদুজ্জামান আজাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সায়েমের ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত যুবকের বিরুদ্ধে কোনও মামলা আছে কি না- তা এখনই বলা যাচ্ছে না। ’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন