আব্দুর রহিমঃ মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার, কোটা আমাদের ন্যায্য অধিকার” এই স্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সুরক্ষা আইন, ৩০% কোটা সরকারি চাকরির সকল ক্ষেত্রে পূর্নবহাল ও জামায়াত শিবির রাজাকারের সন্তানদের সরকারি চাকরি থেকে প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড় শহীদ আলাউদ্দিন চত্তরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে জেলা কমিটির আহবায়ক আবু রায়হান তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশাররফ হোসেন মশু, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবি এম আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচীব লাইলা পারভীন সেঁজুতি, মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, রিয়াজুল ইসলাম রিয়াজ, রিপন, বালুর রহমান ,তালা সভাপতি জাহিদুর রহমান লিটু, জাহিদুল ইসলাম, দেবহাটা সভাপতি আব্দুর রাজ্জাক বনি, কালিগঞ্জ সভাপতি এস এম গোলাম রহমান, আশাশুনি সভাপতি সেলিম রেজা, শ্যামনগর সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিজয় কুমার ঘোষ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ কোটা পূরন ও বিভিন্ন দাবীতে নিউ মার্কেট মোড় এলাকায় মহা সড়ক ঘন্টা ব্যাপী অবরোধ করে করে রাখে। এসময় নেতৃবৃন্দ বলেন আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবস না। একই সাথে রাজ পথে ন্যায্য অধিকার লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসব। জামায়াত বিএনপির কোন চক্রান্ত আমাদের রুখতে পারবে না। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এস এম গোলাম ফারুক।