সম্মানিত সাতক্ষীরাবাসী ,আসসালামুআলাইকুম,
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক হিসেবে ৩০ জানুয়ারি , ২০১৪ তারিখ যোগদান করি মধু, মাছ ও রয়েল বেঙ্গল টাইগারের সাতক্ষীরায়। গত ০৩ অক্টোবর, ২০১৮ ছিল আমার শেষ কার্যদিবস । বিআরটিএ সংক্রান্ত সকল কাজে সাধারণ মানুষের সেবা করার অনন্যসাধারণ সুযোগ পেয়েছি। সময়ে অসময়ে আপনাদের পরামর্শ পেয়েছি, কাজে লাগিয়েছি নিজের মেধা, পরিশ্রম ও সততাকে। নিরলস ভাবে সেবা দেয়ার চেস্টা করেছি। মহান আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া তিনি আমার মত নগন্য একজন ব্যক্তিকে সাতক্ষীরা বিআরটিএর হাল ধরা ও সরকারের রাজস্ব আদায় সহ পরিবহন সেক্টরের শৃংখলা বজায় রাখার দায়িত্ব সহ জনসেবার সুযোগ প্রদান করেছেন। কিন্তু এ সুমহান দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় একবুক কষ্ট নিয়ে যেতে হচ্ছে। এ জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে ব্যবহার করা অপরিহার্য।
আমার দায়িত্ব পালনে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও সচিব স্যার, বিআরটিএর মাননীয় চেয়ারম্যান স্যারের সদয় নির্দেশনা দিয়ে এবং সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার,এস পি স্যার, উপপপরিচালক বিআরটিএ,খুলনা স্যার সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ আমাকে দায়িত্ব পালনে সকল প্রকার সহায়তা দিয়েছেন। আমি তাদের প্রতি বিনীত কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বি আর টিএ,সাতক্ষীরা সার্কেলের দক্ষ সহকর্মীবৃন্দ আমার কাজে অভিজ্ঞতার অভাবটুকু তাদের অক্লান্ত শ্রম-মেধা দিয়ে পুরণ করেছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ মোটরযান পরিদর্শক মহোদয়ের নিকট।সহকারী মোটরযান পরিদর্শক,অফিস সহকারী, সিল মেকানিক ও অফিস সহায়ক সহ অন্যান্য স্টাফেরা আমাকে সর্বদা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এ জন্য আমি তাদের কাছে চির ঋণী। মহান আল্লাহর কাছে সকলের কল্যাণ কামনা করছি।
সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার,অতিরিক্ত পুলিশ সুপার স্যার,বিজিবি ব্যাটালিয়ান এর কমান্ডার স্যার,অধিনায়ক, র্যাব স্যার, সিভিল সার্জন স্যার, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত স্যার,উপপরিচালক, এন এস আই স্যার সহ অন্যান্য বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ আমার দায়িত্ব পালনে করেছেন সহযোগিতা। বিশেষ করে নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ ও ট্রাফিক ইন্সপেক্টর সাতক্ষীরা ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন নানা কাজে। বিএনসিসি, জেলার স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডের সদস্যরা, সকল পর্যায়ের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অন্যান্য পেশাজীবী, নাম উল্লেখ না করা শত সহস্র শুভাকাঙ্ক্ষী সদা সর্বদা আমাকে সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় সাতক্ষীরাবাসি,বাবার চাকুরীর সুবাদে আমার জীবনের ছোটবেলার গুরুত্বপুর্ণ জায়গা দখল করে আছে সাতক্ষীরা। আমার শিক্ষাজীবন শুরু হয়েছিল সাতক্ষীরার আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানে পড়ার মাধ্যমে। আমার চাকুরীজীবনের প্রথম পোস্টিংও হয়েছে আমার এই প্রিয় জেলা সাতক্ষীরায়। এছাড়া বৈবাহিক জীবনেও আমি সাতক্ষীরার জামাই।এ জেলা আমার ২য় জন্মভুমি যার আলো, বাতাস ও পানিতে মিশে আছে আমার অস্তিত্ব যা আমার কাছে বেহেস্তের মতই পবিত্র।সাতক্ষীরার সহজ সরল জনগনকে নিজের আপন ভায়ের মত মনে করেছি,আজীবন মনে করবো। প্রতিটি কাজে সাতক্ষীরাবাসি ভাইদের সর্বাত্মক সহায়তা পেয়েছি।
ব্যক্তিগতভাবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সাতক্ষীরা জেলা আমার হৃদয়ে থাকবে চির অম্লান, সারাজীবন। বারেবার ফিরে আসবো মায়ার টানে, মাটির টানে। অফিস হতে বদলি হয়ে বিদায় নিচ্ছি, জেলার মানুষের মন হতে কখনও বিদায় নেয়া সম্ভব না।এ জেলার একমুঠো মাটি আমি নিয়ে যাচ্ছি,আমার নতুন কর্মস্থলে আমার টেবিলের উপরে রেখে দেবো, যখন খুব মনে পড়বে সাতক্ষীরাকে, তখন মাটি ছুয়ে অনুভব করবো ও পারলে ছুটে চলে আসবো এই সাতক্ষীরার কাছে, আপনাদের কাছে।
আমার কাজে কথায় ব্যবহারে যদি কখনো কেউ কস্ট পেয়ে থাকেন আমাকে নিজের ভাই মনে করে ক্ষমা করে দিবেন। বিদায় সাতক্ষীরা, বিদায় সাতক্ষীরাবাসি!!!
এই বলে শেষ করছি:
মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক!!
ধন্যবাদ ও কৃতজ্ঞতায়
তানভীর আহমেদ চৌধূরী
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
বি আর টি এ।
০৮/১০/২০১৮